দুর্গা পুজোতে সবাই পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত । কিন্তু যারা পুলিশে কর্মরত তারা দিন-রাত পরিশ্রম করছেন সাধারণ মানুষ যাতে শান্তিতে দুর্গা প্রতিমা দর্শন করতে পারেন। তাদেরও পরিবার আছে পরিজন আছে তবুও সাধারণ মানুষই তাদের পরিবার-পরিজন। শারদীয়ার আনন্দে সবাই যাতে মেতে ওঠে তাই কৃষ্ণনগর পুলিশ লাইনে কৃষ্ণনগর পুলিশ জেলার মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা ।
আজ ৪ঠা অক্টোবর ছিল উদ্বোধনী অনুষ্ঠান ।উদ্যোক্তাদের পক্ষ থেকে সন্ধ্যায় দুস্থ শিশুদের মধ্যে পোশাক বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী জফর অজমল কিদওয়াই, আই.পি.এস, এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। শ্রী অমনদীপ, আই.পি.এস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শ্রী মকসুদ হাসান, ডি.এস.পি (ডি অ্যান্ড টি), শ্রী জয়ন্ত সাহা, ডি.এস.পি (এপি), আর.আই এবং অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শী ছিলেন। এই অনুষ্ঠানে ৬০ জন শিশুকে নতুন পোশাক প্রদান করা হয়। কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ পরিবারের পক্ষে এটি একটি কমিউনিটি পুলিশিং উদ্যোগ।কৃষ্ণনগর পুলিশ জেলার মহিলা কল্যাণ সমিতির এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কৃষ্ণনগরিক বৃন্দ ।