মদন মাইতি: ১২ লক্ষ টাকার ১৫টন লোহার রড ভর্তি দশচাকা লরি দুর্গাপুর থেকে পাঁশকুড়া আসার সময় গতকাল রাতে মেচোগ্রামের কাছে একটা হোটেলের কাছে হাইজ্যাক করা হয় লরিটিকে। তৎক্ষণাৎ ওই লরির মালিক পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ট্র্যাক করে বুঝতে পারে লরিটি খড়্গপুরের দিকে রওনা দেয়।
পাঁশকুড়া থানার পুলিশ খড়্গপুর থানার সাথে যোগাযোগ করে রাতের মধ্যেই ২ অভিযুক্তকে লরিসহ খড়্গপুর থেকে আটক করে। ওই অভিযুক্তরা বিহারের বাসিন্দা বলে জানা যায়। পাঁশকুড়া থানার পুলিশ ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে আজ তমলুক জেলা আদালতে পাঠায়।