মলয় দে, নদীয়া :- ঘন বরষায় গন্ধরাজ, কামিনী হাসনুহানার মতো ফুলের গন্ধ যেমন ভেসে আসে, তেমনই ভেসে আসে ইলিশ মাছ ভাজার তীব্র গন্ধ! তবে সে সব এখন অতীত! হিমঘরে রাখা হোক বা ফাঁস জালে ধরা মাছ! হাজার টাকা বা তারও বেশি প্রতি কেজি দামে সারা বছরই কম বেশি পাওয়া গেলেও, মধ্যবিত্তের পাতে ইলিশ ধরা দেয় বর্ষার সময়।চার পাচশ টাকা মধ্যেই দাম থাকে এ সময়। আর একেবারে নিম্নবৃত্ত অথবা বেরোজগারি সংসারে ইলিশ মাছ শুধুই স্বপ্ন! সফল হয় এ মশরূমে দু এক দিন। সেইদিন হয়তো এসেছে আজ!
সকাল থেকেই, উৎসবের চেহারা নিয়েছিলো মাছ বাজারগুলো, রুই কাতলা পাবদা চিংড়ি ধীরগতিতে এগোলেও কুইন্টাল কুইন্টাল ইলিশ শেষ হলো চোখের নিমেষে। পাইকারি বিক্রেতা খোকন হালদার জানান, পদ্মার ইলিশ এখনও এক থেকে দুই হাজার টাকার আশেপাশে। তবে জন্মাষ্টমীর পর থেকে স্থানীয় ডায়মন্ড হারবারে ছোট ইলিশের আমদানি হয়েছে প্রচুর পরিমাণে, তাই কম দাম!
শান্তিপুর রেল বাজারের ইলিশ মাছ বিক্রেতারা জানান , আরো কমুক ইলিশের দাম, সাধারণ মানুষের স্বাদ পূরণ হোক!