মলয় দে নদীয়া:- পুজো মানে উৎসব আর উপলক্ষে আগত প্রচুর পরিমানে দর্শনার্থীদের কাছে ধর্মীয় ভাব আবেগের সাথে সামাজিক বার্তা পৌঁছানো এখন প্রায় প্রত্যেক পুজো উদ্যোক্তারাই চেষ্টা করে থাকেন । জগত বিখ্যাত নদীয়ার শান্তিপুরের রাস উপলক্ষে এমনই বহু নিদর্শন চোখে পড়ে তবে মাতালগড় বারোয়ারির মন্ডপ সোজা বাইরে থেকে দেখে বোঝা যাবে না ভেতরে অসাধারণ একটি বিষয়বস্তু হাজির করেছেন তারা। শিব নারায়ণ পূজার সাথে সাথে রাধা কৃষ্ণের পুজোও করে থাকেন তারা তবে এবারে কুড়ি তম বর্ষে তাদের বিষয় ভাবনার মধ্যে স্থান পেয়েছে বাল্যবিবাহ রোধ।
অভাব অজ্ঞতা সহ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিতে কিভাবে নাবালিকা পড়াশোনা করতে চাইলেও আজও পারিবারিক চাপে বিবাহে আবদ্ধ হয়। সব ক্ষেত্রেই যে পরিবার দায়ী এমনটা নয় কোন কোন ক্ষেত্রে সঙ্গ দোষে জীবনের চরম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা। কখনো প্রচ্ছন্ন কখনো বা প্রকটভাবে তা সমর্থন করে থাকেন অভিভাবকরা। কিন্তু এর ফলে নাবালিকা হওয়ার কারণে তাদের শাস্তির বদলে বিশেষ ধরনের হোমে রেখে সংশোধিত করা হয়। তবে জোরপূর্বক বিবাহ দিলে পরিবারের পক্ষ থেকে জামিন অযোগ্য ধারায় মামলা পর্যন্ত হতে পারে। দেহের সম্পূর্ণ বিকাশ না হওয়ার পূর্বেই বিবাহ বা সন্তানের জন্ম দিলে সেক্ষেত্রে সারা জীবন রুগ্ন অবস্থায় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ওই নাবালিকার তাই এ বিষয়ে সহযোগিতার জন্য চাইল্ড লাইন সেবা পরিষেবা নিতে গেলে কি কি করতে হবে তাও মডেলের সাথে লাগানো পোস্টারে লেখা আছে। দশটি এ ধরনের আকর্ষণীয় মডেল এবং বিষয় দেখে আগত দর্শনার্থীরা আরো একবার সচেতন হতে পারবেন এমনটাই দাবি আয়োজকদের।