মলয় দে নদীয়া:- প্রাক্তন সাংসদ অধ্যাপক ডঃ তাপস কুমার মন্ডল এর উন্নয়ন তহবিলের আনুকূল্যে গতবছর দেওয়া হয়েছিল এই অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন। কিছু উচ্চ গতি সম্পন্ন বৈদ্যুতিক সংযুক্তিকরণ সহ নানা ব্যবস্থাপনার জন্য লেগে যায় বেশ খানিকটা সময়। আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর চেয়ারম্যান অধ্যাপক ডঃ তাপস কুমার মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা শান্তিপুর পৌরসভার পৌরপতি অজয় দে, স্থানীয় কাউন্সিলর যতন সরকার। ১৯ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই এক্সরে মেশিনের মাধ্যমে হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ অবস্থায় এই সুযোগ মিলবে।
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারেন্টেন্ড জয়ন্ত বিশ্বাস, জানান বিভিন্ন সরকারি-বেসরকারি সহযোগিতায় হাসপাতাল থেকে কোন বিষয়ের জন্য ফিরে যেতে হয়না রোগীদের।