মলয় দে নদীয়া:- প্রতি বছর রাসের তিনদিন অপেক্ষায় থাকেন উৎসব প্রিয় এবং ধর্মীয় মানুষজন। তবে নদীয়ার শান্তিপুরে বাসিন্দা হলে তো তার আবেগ অনেকটাই বেশি। আগামীকালকে শুরু হচ্ছে ঐতিহ্যপূর্ণ জগৎ বিখ্যাত শান্তিপুরের রাস। কিন্তু তার আগেই অভিমানে চলে গেলেন শান্তিপুর বাইগাছি ওস্তাগর পাড়ার বাসিন্দা ৪২ বছর বয়সী রাজীব দেবনাথ।
তার আদি বাড়ি ছিলো শান্তিপুর ঢাকা পাড়ায়। ভাইয়ের স্ত্রীর শরীর খারাপের কারণে মা বাবা ভাই বোন সকলেই কলকাতায়। তিনি অবশ্য স্ত্রী এবং একমাত্র পুত্র সন্তান নিয়ে থাকতেন ওস্তাগার পাড়ায়।
ঢাকা পাড়ার একেবারে শেষ প্রান্তে বড় আম বাগান বলে পরিচিত গহন এক আম বাগানের মধ্যে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এলাকাবাসী দেখতে পান সকাল সাতটা নাগাদ, ওই গাছের তলায় তার সাইকেল দাঁড় করানো ছিল।
কিছুক্ষণের মধ্যে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়, প্রচুর মানুষজন আশেপাশে থেকে আসেন ঝুলন্ত মৃত ওই ব্যক্তি সনাক্তকরণ করতে। তারা প্রত্যেকেই নিশ্চিত হয়েছেন রাজিব দেবনাথের মৃত দেহ প্রসঙ্গে ।
পুলিশে খবর দেন এলাকাবাসী ঘটনাস্থলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে তাকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য শান্তিপুর জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে ময়নাতদন্তের উদ্দেশ্যে শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়।
পরিবার থেকে অবশ্য জানানো হয়েছে দাম্পত্য কলহ কিংবা পারিবারিক অশান্তি কোনটাই ঘটেনি, তাহলে কি কারনে এই অভিমান! তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ।গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।