মলয় দে নদীয়া:-৯ই মার্চ সোমবার বড় গোপালের দোল দিয়ে শুরু ২রা এপ্রিল ২০২০ রামনবমীর দোল দিয়ে শেষ। মাঝখানে ২৫ টি দিন প্রতিদিনই কোন না কোন পাড়ায় চলে হোলি খেলা।
নদীয়া জেলার শান্তিপুরে ঐতিহ্যবাহী খুবই সুপরিচিত পঞ্চমী তিথিতে পঞ্চম দোল পূর্ণিমাই দোল পালিত করা হয় শান্তিপুর নতুন পাড়া যেটা গোপীনাথ মন্দির প্রাঙ্গনে। এই দল বহু প্রাচীন রীতি মেনেই জ্যাঠা জেঠি দোল নামেই এখনো পর্যন্ত পালিত করা হয়। এই মন্দিরের বিশেষ কর্মকর্তা কালিদাস রায় জানান, বিগত প্রায় ৫০ বছর ধরে হয়ে আসছে এই মেলা। গ্রন্থাকার দামোদর মুখোপাধ্যায় এর বংশপরম্পরায় এই জ্যাঠা জেঠির দোল নামেই পরিচিত, তিনি আরো জানান, শান্তিপুরের যত বিগ্রহ ঠাকুর আছে তাদের থেকে অনেক বয়স নতুন পাড়ার এই রাধাগোবিন্দর। তাই এই জিউ জ্যাঠা জেঠি নামে পরিচিত খুবই সু পরিচিত।
প্রত্যেক বছরই এই মেলায় হাজার হাজার মানুষের ভিড় দেখাযায় উপচে পাড়ার মতো,মেলা চলে তিনদিন ধরে।