বিদ্যালয়ের প্রদর্শনীতে ল্যান্ডার বিক্রম, আদিত্য এল ১, অটোমেটিক টুলুপাম্ম সিস্টেম, মডার্ন সিটি হরেক মডেল নিয়ে হাজির স্কুল পড়ুয়ারা

Social

মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পাওয়া, ল্যান্ডার বিক্রম, আদিত্য এল ১, অটোমেটিক টুলুপাম্ম সিস্টেম, মডার্ন সিটি হরেক মডেল নিয়ে হাজির হল স্কুল পড়ুয়ারা। জীববিদ্যা, পদার্থবিদ্যা, গণিত-সহ বিজ্ঞানের সব ক্ষেত্রে উৎসাহ বাড়ানোর জন্য হাতে-কলমে শিক্ষার ব্যবস্থা করলো ভগবানপুরের ভিমেশ্বরী উচ্চ শিক্ষায়তন। হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করতে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের ভিমেশ্বরী উচ্চ শিক্ষায়তনে বিজ্ঞান প্রর্দশনী ও প্রতিযোগীতার আয়োজন করা হয়। আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে পড়ুয়াদের বিজ্ঞানমনস্কতা ছিল চোখে পড়ার মতো। নিজেদের হাতে তৈরি সেই সব মডেল কী ভাবে মানুষের কাজে আসতে পারে, আগত দর্শকদের কাছে তার খুঁটিনাটি ব্যাখ্যা তুলে ধরে স্কুল। নিজেদের হাতে তৈরি সেই সব মডেল কী ভাবে মানুষের কাজে আসতে পারে, আগত দর্শকদের কাছে তার খুঁটিনাটি ব্যাখ্যা তুলে ধরে পড়ুয়ারা। এই প্রর্দশনীর উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি অমলকুমার শেঠ। দশম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা মূলত অংশ নেয়। দুটি বিভাগে প্রতিযোগিতা হয়। দশম শ্রেণির বিভাগে ১৫ টি মডেল প্রর্দশিত হয়। একাদশ – দ্বাদশ শ্রেণির বিভাগে ৩৪ টি মডেল ছিল। প্রতি বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্হানাধিকারীকে পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণতোষ বর্মন বলেন “ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়ানোর জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি।” সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক শুভেন্দু কাণ্ডার বলেন “এই অনুষ্ঠানের লক্ষ্য ছাত্রছাত্রীদের জ্ঞান, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক দক্ষতা প্রর্দশনের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া। সেক্ষেত্রে আমরা সফল। আগামীদিনে ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ে অনুসন্ধিৎসু হোক এই আমাদের একান্ত চাওয়া।” কর্মীসংসদের সম্পাদক অমিতকুমার সিনহা পরিচালন সমিতি, শিক্ষক, ছাত্রছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর অনুষ্ঠানটি সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য।

Leave a Reply