মলয় দে নদিয়া:- বিভিন্ন শিল্পী তাদের হাতের ছোঁয়ায় দেবীকে তৈরি করে করছেন। রানাঘাট রামনগরের মানিক দেবনাথ তৈরি করেছেন ৫মিমি দুর্গা। সাবেকিআমলে হাতে খড়ি শুরু হয় স্লেট পেন্সিল দিয়ে, সেই ভাবনা থেকে মানিক দেবনাথ তৈরি করেছেন এই দুর্গা হাতের ছোঁয়ায় তিনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তৈরি করেছেন। স্লেট পেন্সিল ছাড়াও নানা ধরনের রং, আঠা দিয়ে ছোট দুর্গা, কিংবা নানা ধরনের জিনিস দিয়ে ১৮ টা ছোট দুর্গা তৈরি করেছেন বিভিন্ন বছরে। গত বছর ৫মিলিমিটারের দুর্গা তৈরি করেছিলেন যা কলকাতা রাসবিহারী একটি পুজো মণ্ডপে স্থান পেয়েছিল।আর এই বছর আবার ৫মিলিমিটারের স্লেট পেন্সিল দিয়ে দুর্গা তৈরি করেছেন যা কলকতায় একটি পুজো মণ্ডপে পাঠানোর কথা হচ্ছে। তৈরি করতে লেগেছে প্রায় দেড় মাস। তবে এই ধরনের কাজ করতে চোখের ওপর চাপ বেশি পরে তাও চেষ্টা চালিয়ে যাবেন ৬২ বছর বয়সী মানিক দেবনাথ।
বর্তমানে বিভিন্ন জায়গায় তার কাজের যেমন সুখ্যাতি হচ্ছে পাশাপাশি বিভিন্ন প্রদ্শনী তে যাচ্ছেন। আগামী দিনে আরও নানা ধরনের কাজ রাত জেগে করে চলেছেন ।