নিউজ সোশ্যাল বার্তা , শমীক বিশ্বাস , তেহট্ট,নদীয়া : শুরু হল তৃতীয় শ্যামনগর সকার কাপ। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সকাল থেকেই দফায় দফায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে তৈরী হয়েছিল আশা আশঙ্কার দোলাচল। তবু সমস্ত প্রতিকূলতার মধ্যেই উৎসাহ উদ্দীপনার শুরু হল নদীয়া জেলার অন্যতম বড় ফুটবল টুর্নামেন্ট শ্যামনগর সকার কাপ । উত্তর চব্বিশ পরগণা,কলকাতা ও নদীয়ার অন্যতম সেরা আটটি ক্লাব এই প্রতিযোগীতায় অংশগ্ৰহণ করছে যার মধ্যে উল্লেখযোগ্য হল বিগত দিনে প্রিমিয়ার ডিভিশন লিগ খেলা ইউনাইটেড স্পোর্টস,গড়িফা ইউনাইটেড এবং সোদপুর ক্লাব ।
২০১৮ সালে শ্যামনগর সকার কাপে বিজয়ী হয়েছিল রেনবো এ সি। আজ এই টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচে মুখোমুখী হয়েছিল কল্যাণী দেশবন্ধু সংগঠন ও উওর পল্লী মিলন সংঘ।এই খেলায় কল্যাণী দেশবন্ধু ৫ – ০ গোলে পরাজিত করে মিলন সংঘকে।অসামান্য ক্রীড়া নৈপুণের পরিচয় দেয় এক সময় মোহনবাগান ও কেরল এফ সিতে খেলা সুমন দত্তের প্রশিক্ষনাধীন দেশবন্ধু সংঠনের খেলোয়াড়েরা । অনুপ ও শুভর গোল দর্শকদের মনে অনেকদিন স্মরণীয় হয়ে থাকবে।
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে উদ্ধোধনী ম্যাচে হাজির ছিলেন শ্যামনগর গ্ৰাম পঞায়েতের প্রধান বাসুদেব ঘোষ, তেহট্র সদর হাসপাতালের সহকারী সুপার এস এম আজাদ এছাড়াও উপস্থিত ছিলেন ময়দানের প্রখ্যাত ফুটবলার ও প্রশিক্ষক ত্রিজিৎ দাস সহ বিভিন্ন এলাকার ফুটবল প্রেমী মানুষ । এই প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ই নভেম্বর রবিবার।
Facebook : News Social Barta 24×7