দেবু সিংহ মালদা: প্রতি বছরের ন্যায় এবার ১লা অক্টোবর জাতীয় রক্তদান দিবস উপলক্ষে, সান্নিধ্য মালদার উদ্যোগে, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ও মালদা আই এম এর সহযোগিতায়, ইংরেজ বাজারের আই এম এ ভবনে শুভ শারদীয়ার প্রাক্কালে অমূল্য জীবনের জন্য রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে ৮ জন মহিলাসহ ৭০ জন রক্ত বন্ধু রক্তদান করে মানবিকতার নজির গড়লেন।
রক্তদাতাদের উৎসাহ দিতে এগিয়ে আসেন ইংরেজবাজার পৌরসভার পৌরপিতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সান্নিধ্য মালদার সম্পাদক শ্যামল সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, ড. হরিস্বামী দাস, মিনতি দত্ত মিশ্র, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধ্যাপিকা জোৎসনা সাহা, রক্তদান আন্দোলনের কর্মী তথা ৭৪ বারের রক্তদাতা গৌতম দাস প্রমূখ। বর্তমান রক্ত সংকটকালীন অবস্থায় দরকার আরো রক্তদান শিবিরের। আসন্ন শারদীয়া পূজায় বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীরা যাতে সঠিক সময়ে রক্ত পেয়ে সবার সাথে উৎসবে মিলতে পারে, তার জন্য সকল সামাজিক সংগঠনকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ।