মৃত্যুর পরও, নদীয়ার শান্তিপুরের শান্তিরানী দেবীর দুই চোখ দৃষ্টি ফেরাবে দৃষ্টিহীনের

Social

নিউজ সোশ্যাল বার্তা, ৩রা ডিসেম্বর ২০১৯, মলয় দে নদীয়া;- সোমবার দুপুরে শান্তিপুরের হরিপুর সংলগ্ন এলাকার বিলের ধার পাড়ায় শান্তিরানী মেট ৬১বছর বয়সী এক বৃদ্ধা মারা যান। খবর পান ২ সামাজিক কর্মী সুব্রত মৈত্র ও বিশ্বজিৎ রায়। তারা মৃতার আত্মীয় জয়ন্ত মেটের কাছে আবেদন করে মৃতার কর্নিয়া দুটি দান করার জন্য। তারপরই জয়ন্ত মেট ও তার ভাই দেবু মেট মৃতার পরিবারের সাথে বিষয়টি আলোচনা করে ও কর্নিয়া দানের জন্য রাজি হয় তারা।

এরপর শান্তিপুর সমাজসেবী সংগঠন মরমীর মাধ্যমে খবর যায় ব্যারাকপুর দিশার প্রভা আই ব্যাংকে। খবর পেয়ে তারা চলে আসে। কথা বলেন মৃতার পরিবারের সাথে। পরিবার রাজি হওয়ায় শুরু হয় কর্নিয়া দানের প্রস্তুতি।

এই প্রথম শান্তিপুরের গ্রামের মাটিতে সর্বসমক্ষে দুটি কর্নিয়া দান হল যা দেখার জন্য ভিড় জমে ছিল অসংখ্য মানুষের। কর্নিয়া দান এর বিষয়ে মরমীর সম্পাদক, তপন মজুমদার বলেন “এই চক্ষুদান মহান দান। এই দুটি দান করা কর্নিয়া দিয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দুজন অন্ধ মানুষ পৃথিবীর আলো আবার দেখতে পাবে। এছাড়াও সকলকে এই মহৎ কাজে এগিয়ে আসতে বলেন তপন বাবু”।

মৃতার পরিবারকে এই ধরনের মানসিকতার জন্য অনেক ধন্যবাদ জানান। পাশাপাশি মৃতার পরিবারের সদস্য জয়ন্ত মেট তিনিও অল ইন্ডিয়া হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত। তিনি সকল গ্রামবাসীর সামনে পরিবারের সদস্যরা মিলে কর্নিয়া দুটি তুলে দেন প্রভা আই ব্যাংকের হাতে। সাথে ধন্যবাদ জানান শান্তিপুর মরমীকে।

Facebook : News Social Barta 24×7

WhatsApp :9434158779