নেশাই পেশা ! শিল্পকর্মের প্রতি নিবিড় ভালোবাসার টানেই হরেকৃষ্ণ দাসের হাতে তৈরি হয় কাঠের মূর্তি

Social

মলয় দে নদীয়া :-  নেশাই পেশা ! শিল্পকর্মের প্রতি নিবিড় ভালোবাসার টানেই হরেকৃষ্ণ দাসের হাতে তৈরি হয় কাঠের মূর্তি।

জানা যায় ছোটবেলা থেকেই কাঠের কাজ শুরু করেন তিনি।একটা সময় কাঠের মডেল তৈরি করতে শুরু করেন। ধীরে ধীরে কাজের পরিধি বাড়তে থাকে।

তাঁর নিজের হাতে করা মডেল নবদ্বীপ থেকে পাড়ি দেবে নিম কাঠের তৈরি মহাপ্রভুর মূর্তি সুদূর মালদায়। কাষ্ঠ শিল্পী হরে কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক মাস ধরে নিম কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে এই মহাপ্রভুর মূর্তিটি। আর কয়েক দিন পরেই পাড়ি দেবে সুদূর মালদায়।

নবদ্বীপ শহরের ফাঁসিতলা এলাকার কাষ্ঠ শিল্পী হরে কৃষ্ণ দাসের ছোট থেকেই কাঠের তৈরি সুনিপুণ শিল্প কর্মের প্রতি নিবিড় ভালোবাসার টান, তাঁর নেশাকে পেশায় পরিণত করেছে। তাঁর তৈরি মহাপ্রভুর বিগ্রহ এবার পাড়ি দিতে চলেছে মালদায়। এই অর্ডারটি পেয়ে খুশি শিল্পী। নিমের গুড়ি কে মহাপ্রভুর আকৃতি দিতে যথেষ্ট ধৈর্য লাগে, শুধু এই মহাপ্রভুর মূর্তি বলে নয় যে কোন ঠাকুরের মূর্তি গড়া হয় নিম কাঠে, কারণ ঘুণ না ধরেই অনায়াসে অক্ষত থাকে প্রায় তিন চার পুরুষ! তবে বছর পাঁচেক অন্তর অন্তর রং করলে আরো বেশি দিন সুন্দর থাকে।

Leave a Reply