নিজের হাতে দুর্গা প্রতিমা গড়ে একাদশ শ্রেণীর পড়ুয়া অর্ঘ্যদীপ

Social

দেবু সিংহ,মালদা- নিজের হাতে দুর্গা প্রতিমা গড়ে কয়েক বছর ধরে নজর কেড়ে চলেছে ইংরেজবাজার শহরের বিশ্বনাথ মোড় এলাকার একাদশ শ্রেণীর এক পড়ুয়া অর্ঘ্যদীপ দাস। তার নেশা মাটির প্রতিমা তৈরি করা।

জানা যায় ৪ বছর বয়স থেকে মাটি নিয়ে খেলার ছলে পুতুল তৈরি শুরু। যখন ক্লাস ফোরের ছাত্র, তখন থেকেই মাটির মূর্তি তৈরির গড়ার শখ চাপে। নিজের হাতে প্রতিমা গড়ে নিজেই পুজো করে সে। এর আগে শুধু মাটির ছোট প্রতিমা গড়েছে সে। বছর চারেক ধরে রীতিমতো প্রায় ৪ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করছে। অর্ঘদীপ আগের অভ্যস মতোই এখনও প্রতিমা গড়ার পাশাপাশি নিজেই পুজো করে। এজন্য পুজোর মন্ত্রও মুখস্থ করতে হয়েছে।

বাবা নীলেন্দু দাস পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভএবং মা পলি সরকার দাস গৃহবধূ। তাঁরাও ছেলের মূর্তি তৈরির বিষয়টি পূর্ণ সমর্থন করে থাকেন।

Leave a Reply