মদন মাইতি, পূর্ব মেদিনীপুর:যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন পালিত হলো। মহাবিদ্যালয়ের পক্ষ থেকে পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র মহোদয়। শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করেন তিনি। এছাড়াও অধ্যাপিকা ড. শ্রীমতী পণ্ডিত,ড. লক্ষীকান্ত ষড়ঙ্গী, অধ্যাপক সুজিত মণ্ডল, অধ্যাপক সৌমেন রায়, অধ্যাপক সঞ্জয় সিং, আনন্দ মোহন মাইতি, মানস প্রসূন ভট্টাচার্য্য, সত্যেন্দ্র নাথ আদক, বনমালী খাটুয়া, অর্পিতা সামন্ত প্রমুখ শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শিক্ষা বন্ধুদের পক্ষ থেকেও অনেকেই উপস্থিত ছিলেন। বিকাশ চন্দ্র ঘোড়ই, যাদব কুমার সামন্ত প্রমুখ বক্তব্য রাখেন।
নাচ গান কবিতা পাঠের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীগন দিনটিকে উজ্জ্বল করে তোলে। ব্যক্তি পরিবারের পাশাপাশি বৃহত্তর সামাজিক মানুষের স্বাধীনতা ও নৈতিক মূল্যায়নের উত্তরনের কথা বলেন অধ্যক্ষ মহাশয়। ভারত সরকারের উদ্যোগে ২০২১ সালের ১২ ই মার্চ থেকে ৭৫ সপ্তাহ ব্যাপী যে আজাদি কি অমৃত মহোৎসব পালনের অঙ্গীকার করা হয়েছিল, সেই অনুষ্ঠানেরও গতকাল সমাপ্তি দিবস। তাই নানান দিক থেকে দিনটি ছিল তাৎপর্যপূর্ণ।