চায়ের দোকানের সচেতনতায় বনদপ্তরের তৎপরতায় প্রাণে বাঁচলো গাছ থেকে পড়ে যাওয়া অসুস্থ হনুমান

Social

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর শহরের মতিগঞ্জ থেকে নৃসিংহ পুর যাওয়ার বিসি রায় রোডে র পাশে চায়ের দোকানের সচেতন মানুষজনের সহযোগিতায়, এবং বনদপ্তরের তৎপরতায় প্রাণে বাঁচলো গাছ থেকে পড়ে যাওয়া এক অসুস্থ হনুমান। দোকানদার মাধব ঘোষ জানান গতকাল রাত আনুমানিক নটা নাগাদ দোকানের পাশে থাকা বটগাছ থেকে প্রচন্ড শব্দ করে কিছু একটা দোকানের টিনের চালে পরে। প্রাথমিকভাবে গাছের ডাল অনুমান করেছিলেন তবে ওই রাত্রে কিছু দেখা সম্ভব হয়নি আজ সকালে দোকান খুলতে গিয়ে লক্ষ্য করেন একটি হনুমান পড়ে কাতরাচ্ছে এরপর দোকানে আসা ক্রেতারা জল বিস্কুট কলা খেতে দেয়। বেশ খানিকটা উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে তার পিঠের মেরুদন্ড কিংবা শরীরের অন্যান্য অংশ গুরুতর আঘাত পেয়েছে আর তাই একেবারেই নড়াচড়া করতে পারছে না।

পার্শ্ববর্তী এক দোকানদার খবর দেন বনদপ্তরে। স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহাও তৎপর হন অসুস্থ হনুমান চিকিৎসা করানোর ব্যাপারে । বেশ কিছুটা সময় বাদে হলেও শেষমেষ বনদপ্তরের সহায়তায় উদ্ধার করা হয় ওই হনুমানটিকে এরপর পার্শ্ববর্তী পশু হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করিয়ে বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে নিয়ে যাওয়া হয়। জানানো হয় সম্পূর্ণ সুস্থ হলে তাকে স্বাভাবিক বাসস্থান অর্থাৎ গহন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এলাকার সচেতন নাগরিকদের কে সাধুবাদ জানান তারাও।

Leave a Reply