নদীয়ার কৃষ্ণনগরে রূপকথা নাট্যগোষ্ঠীর সদস্যরা অভাবী শিল্পীদের পাশে

Social

মলয় দে, নদীয়া :-এটা কেমন নাট্যদল? নাটক নেই, অথচ আছেন শিল্পীরা।হ্যাঁ দুস্থ শিল্পীরা! এবং সঙ্গে আছেন আরো কিছু দুস্থ অসহায় মানুষ। বেশ কিছু পরিবার কে চাল,ডাল,তেল,নুন আরো অনেক কিছু তুলে দিলেন কৃষ্ণনগর রূপকথা নাট্য গোষ্ঠীর শিল্পীরা।

কর্নধার তৃষিত মৈত্র বলেন যে এই কাজ তারা চালিয়ে যাবেন। বাস্তবের নানান সমস্যা সমাধান টানাপোড়েন নিয়েই সৃষ্টি হয় নাটক। তাই আজকের অভিজ্ঞতাও আগামীতে মঞ্চস্থ হতে পারে ।তবে সমাজের ভালো-মন্দ অভিনয়ের মাধ্যমে হাজার হাজার দর্শকের অনুপ্রাণিত করা শিল্পীরা আজ সমস্যায়! তাই সমাজ গড়ার সেই কারিগরদের পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরী।

Leave a Reply