স্বাধীনতা দিবসে মশারী তুলে দিল স্বেচ্ছাসেবী সমস্ত সদস্যরা

Social

সোশ্যাল বার্তা: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে অশোকনগর বৈশাখী সাংস্কৃতিক সংস্থা বাড়ি থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করে।তাদের জন্য হাতে মশারি তুলে দেওয়া হয়।দশজনের বেশি মানুষকে।তাদের সুস্থ কামনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।

উপস্থিত ছিলেন সংস্থার সকল পদাধিকারী দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং অন্যান্য সদস্যরা। সেইসাথে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মীদের ইনচার্জ বৈশাখী দে পান্ডে।এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ মজুমদার বলেন সম্প্রতি আমাদের জেলায় মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে।প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকমের সচেতনতা মূলক কর্মকান্ড চলছে।আমরা একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে এই সমস্ত মানুষের জন্য সহমর্মী হয়ে মশারি তুলে দিলাম উপহার হিসাবে।কারন তারাই সমাজের,দেশের আসল সম্পদ।স্বাধীনতা দিবস পালন মানে দেশের প্রতিটি মানুষের জীবনের জন্য কিছু করা।তাই সমাজের এই সমস্ত মানুষের জন্য কিছু করতে পেরে আমরা ভীষণ ভাবে খুশি। আগামী দিনে ও পাশে থাকতে চাই।

Leave a Reply