মলয় দে নদীয়া: চিত্রশিল্পী সৌমিত্র মন্ডল বিগত ২৩ বছর ধরে অঙ্কন শিল্পের সঙ্গে যুক্ত। বিভিন্ন ধরনের নতুন নতুন তিনি তার তুলির টানে অঙ্কন শিল্পের জন্ম দিতে ভালোবাসেন। এর আগেও একাধিক নিত্য নতুন বিভিন্ন ধরনের ছবি এঁকে তিনি বিভিন্ন জায়গায় খ্যাতি অর্জন করেন। শুধু তাই নয় বাড়িতেই রয়েছে তার একটি অঙ্কন চিত্রের গ্যালারী। যেখানে থরে থরে সাজানো রয়েছে তার নিজের হাতে আঁকা একাধিক চিত্র।
প্রত্যেকবারের মতো এবারও নতুন কিছু ভাবতে চেয়েছেন তিনি। আর সেই ভাবনা থেকেই তিনি বানান ছটি রিয়েলইস্টিক থ্রিডি ইল্যুশন পেইন্টিং। ছবিগুলি আঁকার পরেই তিনি গত মে মাসে অনলাইনের মাধ্যমে তিনি রেজিস্ট্রেশন করেন ওয়ার্ল্ড গ্রেটেস্ট রেকর্ড এর জন্য। প্রায় মাসখানেক পরে সেই সমস্ত থেকে তার আবেদন এপ্রুভ করা হয়। এর বেশ কিছুদিন পরেই সেই সংস্থা থেকে তাদের দেওয়া শংসাপত্র, মেডেল ইত্যাদি বিভিন্ন জিনিস এসে পৌঁছায় তার বাড়িতে।
সৌমিত্র বাবু বলেন, “আমি এই ২৩ বছরে এখনো অব্দি ছয়টি এই ধরনের চিত্র অঙ্কন করি। যেই চিত্রগুলির সামনে দাঁড়ালে পরে মানুষের মনে একটা আলাদা অনুভূতি সৃষ্টি করবে। দেখলে পরে মনে হবে যে তার মধ্যে একটি ধাঁধার সৃষ্টি হচ্ছে। খুব ভালো লাগছে এই পুরস্কার পেয়ে। ভবিষ্যতে আমি আরো ভালো কাজ করতে চাই। ইলিউশন নিয়ে আরো কাজ করার ইচ্ছে আছে।”
চিত্রশিল্পী সৌমিত্র মন্ডল এর আগেও গত বছর ডিসেম্বর মাসে একটি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে তিনি অ্যাওয়ার্ড পান। যেটি অনুষ্ঠিত হয়েছিল পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। সেখানে তিনি বেস্ট আর্টিস্ট হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে আরও সাতটি দেশ থেকে শিল্পীর অংশগ্রহণ করেছিল বলে জানান তিনি।
নিজের প্রতিভা দিয়ে নিত্যনতুন শিল্পকলার সৃষ্টি করে নদীয়া জেলার মুখ উজ্জ্বল করছেন এই প্রতিভাবান চিত্রশিল্পী।