প্রাথমিক বিদ্যালয়ে গণজম্মদিন পালন ও প্রাচীর চিত্রের উদ্বোধন why

Social

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার আমতা ১ নং ব্লকের সিরাজবাটি চক্রের অন্তর্গত আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ছাত্র -ছাত্রীদের গণজম্মদিন ও প্রাচীর চিত্র হাওড়ার পর্যটন প্রদর্শনীর উদ্বোধন।

অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতি মাসের ন্যায় এই এপ্রিল মাসে বিদ্যালয়ের যে সমস্ত ছাত্র -ছাত্রীদের জম্ম তাদের জম্মদিন পালন করা হয় বিদ্যালয়ে। এই মাসে বিদ্যালয়ের তিন জন ছাত্র -ছাত্রীর জম্মদিন পালন করা হয়। তিন জন ছাত্র -ছাত্রীকে বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের হাতে তৈরি পরিবেশ বান্ধব উত্তরীয়,ব্যাজ,টুপি পরানো হয়।কাটা হল কেক‌।তিনজন ছাত্র -ছাত্রীকে উপহার ও প্রদান করা হয়।এই উপলক্ষে ছাত্র- ছাত্রীরা গান, আবৃত্তি পরিবেশন করে।

এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন,গ্ৰাম বাংলায় আর্থিক সমস্যার কারণে অনেক অভিভাবক – অভিভাবিকা তাদের সন্তান -সন্ততিদের জম্মদিন পালন করতে পারে না। সেই সমস্ত সন্তান – সন্ততিরা মন কষ্টে থাকে। বিদ্যালয়ের কচিকাঁচা পড়ুয়ারা তো আমাদের সন্তান তুল্য।তারা ও আমাদের সন্তান – সন্ততি ‌।তাই তাদের মন কষ্ট দূর করতে আমরা প্রতিমাসে বিদ্যালয়ের যে সমস্ত ছাত্র -ছাত্রীদের জম্ম তাদের জম্মদিন পালন করে থাকি এই বিদ্যালয়ের অন্যান্য ছাত্র -ছাত্রীদের নিয়ে। দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের প্রবেশ পথের পাশে পর্যটন কেন্দ্র গুলির চিত্রাঙ্কিত সুদৃশ্য প্রাচিরের উদ্বোধন করা হয়। এই প্রাচিরে হাওড়া জেলার যে সমস্ত পর্যটন কেন্দ্র চিত্রাঙ্কিত করা হয়েছে সেগুলি হল গাদিয়াড়া,গড়চুমুক ( ৫৮ গেট) , বি গার্ডেন, রবীন্দ্র সেতু (হাওড়া ব্রিজ) , হাওড়া রেল স্টেশন, বেলুড় মঠ, বালি ব্রিজ, শিব সং ( কালিকাপাতাড়ি), পানিত্রাস (শরৎচন্দ্রের বাড়ি ) , বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় সেতু) , মা মেলাই চন্ডী মন্দির ও বিগ্ৰহ।এই চিত্রাঙ্কিত প্রাচীর প্রদর্শন প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন, গ্ৰাম বাংলার অনেক ছাত্র – ছাত্রী, অভিভাবক – অভিভাবিকা ও গ্ৰামবাসীরা হাওড়ার পর্যটন কেন্দ্র গুলি সম্পর্কে জানে না বা অনেকে আর্থিক সমস্যা ও নানান কারণে এই সমস্ত পর্যটন কেন্দ্র গুলিতে যেতে পারে না।তাই তাদের জন্য এই চিত্রাঙ্কিত সুদৃশ্য প্রাচীর করা হয়েছে। আমাদের পরিকল্পনা আছে, হাওড়ার এই সমস্ত পর্যটন কেন্দ্র গুলিতে ছাত্র -ছাত্রী, অভিভাবক – অভিভাবিকা ও গ্ৰামবাসীদের নিয়ে বিদ্যালয়ের খরচে ঘুরিয়ে দেখানোর। বিদ্যালয়ের মহতি এই দু ‘ টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ,সিরাজবাটি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দীপা পাল,শিক্ষারত্ন পুরষ্কার প্রাপ্ত শিক্ষক অরুণ কুমার পাত্র, কবি চন্দ্রাদিত্য চন্দ্র, সমাজসেবী বনমালী পাত্র,পত্র লেখক দীপঙ্কর মান্না, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত,সহ শিক্ষক সৌমেন মন্ডল, শিক্ষিকা পুষ্পিতা পাল। উপস্থিত অতিথিবৃন্দ এক একটি চিত্রাঙ্কিত দেওয়াল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave a Reply