কৃষ্ণনগরে চালু ১৬ আনার আহার উদ্যোগে কৃষ্ণনগর মেরিনার্স ও ভ্রমর

Social

দীপ রায়,নদীয়া: সারা দেশ দূরে চলছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ রুখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। ফলে রাজ্যে চলছে আংশিক লকডাউন। ১০টার পরে খাবারের দোকানগুলিও বন্ধ রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে মুমুর্ষ রোগীরা হসপিটালে চিকিৎসাধীন  রয়েছেন কিন্তু সেই সমস্ত রোগীর পরিজন এবং কিছু অসহায় দূর- দূরান্ত থেকে আগত ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল  ” কৃষ্ণনগর মেরিনার্স “ও “ভ্রমর” নামে একটি দুটি সংস্থা।

কর্মসূচীর নাম ১৬ আনার আহার , কেউ অভুক্ত থাকবে না, মেরিনারস রা মনে করে তারাও কোনো উপকার করছেন না ১৬ আনা দিয়েই রোগীর পরিজনেরা সেই খবর সংগ্রহ করছেন। রবিবার কৃষ্ণনগরের সদর হাসপাতাল এলাকা সহ বিভিন্ন এলাকায় প্রায় ১২০ জন প্রথম দিনে খাবার সংগ্রহ করলেন।

উদ্যোক্তারা জানান, আগামী ৩০শে মে অবধি এই কর্মসূচী চলবে,তবে লক ডাউন বাড়লে এই সময়সীমা আরো বাড়বে বলে জানিয়েছে, কৃষ্ণনগর মেরিনার্স এর পক্ষে শ্যামল দত্ত। তিনি আরও বলেন “এই দুর্যোগ কে মাথায় নিয়েই সব রকমের স্বাস্থ্যবিধি মেনে এই কাজ সংগঠিত হচ্ছে।

উপস্থিত ছিলেন ভ্রমর সংস্থার পক্ষে সুদীপ সরকার সহ অন্যান্যরা। কৃষ্ণনগর মেরিনার্স এর পক্ষে উপস্থিত ছিলেন শিবম, স্যান্ডি, শুভজিৎ, বাবু, অরিত্র সহ অনেকেই।

Leave a Reply