কাউন্সিল ফর টিচার এডুকেশনের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের চেয়ারপার্সন হলেন পালপাড়া কলেজের অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র

Social

মদন মাইতি,পটাশপুর, পূর্ব মেদিনীপুর: কাউন্সিল ফর টিচার এডুকেশনের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের চেয়ারপার্সন মনোনিত হলেন ড. প্রদীপ্ত কুমার মিশ্র। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ১২ টি রাজ্য।

ড. প্রদীপ্ত কুমার মিশ্র পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। মঙ্গলবার কলেজের পরিচালন সমিতির সদস্য, শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পালপাড়া কলেজের অধ্যক্ষকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। কলেজের সেমিনার হলে সংগীত, নৃত্য ও বক্তব্যের মাধ্যমে এক মনোজ্ঞ অনুষ্ঠানে অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্রকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অধ্যক্ষকে মানপত্র তুলে দেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. মৃণাল কান্তি দে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক শীতল চন্দ্র দে। এছাড়া অধ্যক্ষের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য রাখেন বি.এড. ও এম.এড. বিভাগের বর্ষীয়ান অধ্যাপক ড. শেখ মনিরুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. তুষারকান্তি মণ্ডল, বাংলা বিভাগের অধ্যাপক আনন্দ মোহন মাইতি, শিক্ষাকর্মী বিশ্বজিৎ সাহু এবং আব্দুল আহাদ আলি।

অধ্যক্ষ ডড. প্রদীপ্ত কুমার মিশ্র মহাশয় তাঁর নতুন দায়িত্ব ও কর্মভার সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করে উপস্থিত সকলকে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালপাড়া কলেজের অধ্যাপক ড. অনিরুদ্ধ সিনহা, ড. প্রশান্ত কুমার ঘোষ, ড. মৃণাল কান্তি দাস, সত্যব্রত সাহু-সহ শতাধিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপিকা ড. শ্রীমতী পন্ডিত এবং ইংরেজী বিভাগের অধ্যাপিকা শ্রীময়ী রায়।

Leave a Reply