অতনু ঘোষ, পূর্ব বর্ধমান: গত ৩০ শে জুলাই কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মেমারির ডিভিসি পাড়ার বাসিন্দা ক্লাস টু এর ছাত্র তন্ময় বিশ্বাস ও তার দিদি ক্লাস থ্রির ছাত্রী তনুশ্রী বিশ্বাস।
নেতাজি ইন্ডস্টেডিয়ামে এই আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় একাধিক দেশের অসংখ্য প্রতিযোগিরা অংশগ্রহণ করে এবং সেখান থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারির ডিভিসি পাড়ার ছোট্ট খুদে প্রতিযোগী তন্ময় বিশ্বাস প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক নিয়েছে মেমারির তথা জেলার মুখ উজ্জ্বল করে।
এছাড়াও তন্ময় বিশ্বাস এই প্রতিযোগিতাতেই আরেকটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে।
তন্ময় বিশ্বাস ও তনুশ্রী বিশ্বাস সহ আরো অনেকেই মেমারির একটি ক্লাবে এক প্রশিক্ষকের কাছে ক্যারাটের প্রশিক্ষণ নেয় এবং সেই প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রতিযোগিতায় মোট ১০ জন অংশগ্রহণ করেছিল বলে জানা যাচ্ছে এবং তারাও বিভিন্ন ইভেন্টে ব্রোঞ্জ ও সিলভার পদক অর্জন করে বলেও জানা যায়।
বাড়ির ছোট দুই খুদে তন্ময় ও তনুশ্রীর এই সাফল্যে খুশি তাদের দাদু ঠাম্মি থেকে শুরু করে তার বাবা-মা এবং তার প্রতিবেশীরাও।
তন্ময়ের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু তার স্বপ্ন আগামী দিনে তার সন্তানদ্বয় কে অলিম্পিকের মঞ্চে দেখা। এমনটাই জানান তনময় ও তনুশ্রীর বাবা তারক বিশ্বাস।
ছোট দুটি হাত, ছোট দুটি পা, মুখে ঠিক করে গুছিয়ে কথা বলতে পারেনা, কিন্তু সেই ক্ষুদের কিনা ক্যারাটের আন্তর্জাতিক মঞ্চে সোনা জয় তা সত্যিই অভাবনীয়।