মলয় দে নদীয়া: হুল” শব্দের অর্থ বিদ্রোহ।
“হুল দিবস” আদিবাসী জনগোষ্ঠীর বীরত্ব উদযাপনের দিন। সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আদিবাসীরা। এই দিনটি আদিবাসী সমাজের কাছে গর্বের দিন।
৩০ শে জুন, রবিবার ‘প্রতিবারের ন্যায় এ বছরও নদিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী পরিবারের ঝুমুরিয়া শান্তিপুর শাখা ,চাঁদপুর শাখা এবং সুন্দরবন কুমিরমারি শাখার কলতান এর ছাত্র-ছাত্রীরা হুল দিবস ‘ উদযাপন করছে নানা অনুষ্ঠানের মাধ্যমে।
বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবছর একটি অভিনব উদ্যোগ ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র শুরু করা হচ্ছে আদিবাসী ছেলেমেয়েদের জন্য। যদিও অন্যান্য সম্প্রদায়ের ট্যালেন্টেড ছেলেমেয়েদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে সংগঠনের সদস্যরা।
দিশারীর নেতৃত্বে নদীয়ায় এই প্রথম আদিবাসী ছেলেমেয়েদের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র উদযাপন করা হলো। নাম দেওয়া হলো সেই নীল বিদ্রোহের নায়ক মেঘাই সর্দারের নামে। মেঘাই সর্দার ফুটবল অ্যাসোসিয়েশন ক্লাব। প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছেন শ্রী সাধন সরকার। উদ্দেশ্য নদীয়ার আদিবাসী ছেলেমেয়েদের প্রতিবার বিকাশ ঘটানো এবং তাদেরকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া।