বিশিষ্ট চিকিৎসক ড: শিবাজী করের পিতার প্রয়াণ দিবসে বিশেষভাবে সক্ষম মানুষদের মধ্যাহ্নভোজ

Social

মলয় দে, নদীয়া:-  বিশিষ্ট চিকিৎসক ড: শিবাজী করের পিতার ২৯ তম প্রয়াণ দিবস উপলক্ষে শতাধিক বিশেষভাবে সক্ষম মানুষদের মধ্যাহ্নভোজের সাথে উপহার বিতরন চাকদহর পৈত্রিক বাড়িতে। পরলৌকিক ক্রিয়া-কর্মাদির বিষয়ে গতানুগতিক পদ্ধতিতে বিশ্বাসী নন ডাক্তারবাবু শিবাজী কর। বাবা-মায়ের মৃত্যুদিবসে প্রতিবার বিভিন্ন সামাজিক দায়িত্ব পূরণ করে থাকেন। শান্তিপুরে তার বাসস্থান হলেও চাকদার খাস বাগ মহল্লা অর্থাৎ কে বি এম এর ১৬ নম্বর ওয়ার্ডের পৈত্রিক বাড়িতে বাবা ঈশ্বর ননীগোপাল কর মাতা ঈশ্বর তরুলতা করের আবক্ষ মূর্তি স্থাপন করেছিলেন বছর পাঁচেক আগে। ডাক্তারবাবুর অন্যান্য ভাইবোনরাও তাদের সুবিধা সুযোগ মতন এ বাড়িতে আসেন তবে কর্মসূত্রে বিদেশ এবং নানান গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বে থাকার কারণে একই দিনে গতকাল উপস্থিত হতে পারেননি অনেকেই।

মাঝেমধ্যে সেখানে যাতায়াত থাকলেও, বাবা মায়ের মৃত্যুতে জেলা ছাড়িয়ে অন্যান্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে কখনো আদিবাসী, কখনোবা ভিক্ষুক, কখনো প্রান্তিক পরিবারদের সাধ্য মতন সহযোগিতা করে থাকেন মধ্যাহ্নভোজ এবং উপহারের সাথেই। তবে ডাক্তার হওয়ার সুবাদে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধপত্র দিতে ভোলেন না। তবে এবছর খড়দা নিবাসী একটি অনাথ আশ্রমে দায়িত্বে থাকা সমরেশদের মাধ্যমে ৮০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ দের যাতায়াতের খরচ সহ আমন্ত্রণ জানিয়েছিলেন ডাক্তারবাবু নিজে। আশেপাশের বেশকিছু প্রান্তিক মানুষও উপস্থিত হন। প্রত্যেককে সাধ্য মতন উপহার ,স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজনীয় ওষুধ বিতরণ , এবং বিভিন্ন পদের সমাহারে মধ্যাহ্নভোজন করান তিনি। তবে শান্তিপুরের অপর এক ডাক্তারবাবু ডক্টর সুজন দাস পৌঁছান ডক্টর শিবাজী করের আমন্ত্রনে, তিনিও সারাদিন ধরে পরীক্ষা করেন স্বাস্থ্য। এই দুই ডাক্তারবাবুর সান্নিধ্যে থাকা বিভিন্ন স্বাস্থ্যকর্মী চিকিৎসা পড়ুয়া এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়ে সহযোগিতা করেন এই মহৎ কর্মকাণ্ডে।

Leave a Reply