প্রীতম ভট্টাচার্য : বিশ্ব পরিবেশ দিবস ঘিরে রাজ্যের একাধিক সংগঠনকে একাধিক কর্মসূচি গ্রহণ করতে দেখা গেল। ৫ জুন ২০২৩ (সোমবার) বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ বিষয়ে নদিয়ায় এক বিশেষ সেমিনার হতেও দেখা গেল।
নদিয়া জেলার আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ কর্তৃপক্ষও এবছর বিশ্ব পরিবেশ দিবস দিনটি একটু বিশেষভাবে পালন করল। পরিবেশ দিবস উপলক্ষে তারা এই বিশেষ আলোচনা সভাটির মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিল। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি ও ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ কম্পিটিশনও আয়োজন করা হয়েছিল। পরিবেশ দিবসের এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কলেজ কর্তৃপক্ষের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন নদিয়ার চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক দীপাঞ্জন দে। তিনি একজন পরিবেশকর্মীও বটে।
আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের দ্বিতলে সেমিনার কক্ষে এই আলোচনা সভাটি বসেছিল। কলেজের অধ্যাপকবৃন্দ, অফিস স্টাফ, ছাত্রছাত্রীরা সেমিনারে উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবসের এই সেমিনার আয়োজন করেছিল আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের এনএসএস ইউনিট, শারীরশিক্ষা বিভাগ এবং আই কিউ এ সি। সহযোগিতায় ছিল কলেজের এলমনি এসোসিয়েশন।
পরিবেশ দিবসের এই সেমিনারে স্বাগত ভাষণ রাখেন আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের প্রিন্সিপাল অশোক কুমার দাস। কলেজের এলমনি এসোসিয়েশনের প্রতিনিধিরাও এদিনের সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। বেলা ১১:৩০ নাগাদ সেমিনার শুরু হয়। স্বাগত ভাষণের পর মূল আলোচনা শুরু হয়। আলোচক দীপাঞ্জন দে এদিন ‘কিছু পরিবেশ ভাবনা : প্রসঙ্গ নদিয়া জেলা’ বিষয়ে বক্তব্য রাখেন। প্রায় এক ঘণ্টার আলোচনায় তিনি নদিয়া জেলার পরিবেশ আন্দোলনের সামগ্রিক চিত্র তুলে ধরেন। তাঁর বক্তব্যে নদিয়া জেলার পরিবেশ সংগঠনগুলির কার্যাবলীর কথাও উঠে আসে। দীপাঞ্জন দে এদিন বেশ কয়েকটি ছবি প্রদর্শনের মাধ্যমে জেলাব্যাপী নদ-নদী, খাল-বিলের যে অবস্থা এবং প্লাস্টিক আন্দোলনের বর্তমান হাল হকিকত ব্যাখ্যা করে উপস্থাপনা করেন। পরিবেশ বিষয়ে প্রায় ৬০টি স্লাইড প্রদর্শনের মাধ্যমে তিনি সভাকক্ষে উপস্থিত শ্রোতাদের সম্মুখে নদিয়া জেলার প্রকৃতি পরিবেশের বর্তমান রূপটি তুলে ধরেন। পাশাপাশি তিনি আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ কর্তৃপক্ষকে একটি ইকো ক্লাব তৈরির প্রস্তাবও দেন। কলেজ কর্তৃপক্ষ এ দিনের সেমিনার কক্ষেই প্রস্তাবটি আগামী দিনে ভেবে দেখা হবে বলে আশ্বাস দেন। সেমিনারে সমাপ্তি ভাষণ রাখেন কলেজের অধ্যাপক মহাপ্রসাদ ঘোষ। সেমিনার শেষে আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।