দেবু সিংহ, মালদা: ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর প্রাণে বেঁচে বাড়ি ফিরেছেন মালদার ২৫ জন শ্রমিক। মৃত্যু হয়েছে দুই জনের। এই ২৫ জন শ্রমিকের মধ্যে যারা সুস্থ আছেন তারা এবং তাদের পরিবারের সদস্যরা পাশাপাশি মৃত দুই পরিবারের সদস্যরা মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন।
জানা গেছে বুধবার দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন দুর্ঘটনায় অসুস্থ এবং মৃত পরিবারদের হাতে সরকারি সাহায্য তুলে দিবেন। তার আগে মঙ্গলবার মালদা শহরের বাঁধ রোডে এলাকায় যুব আবাসে দুর্ঘটনায় আহত এবং মৃতদের পরিবারদের নিয়ে প্রাথমিক আলোচনা সাড়েন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এরপর মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ বাসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা। রাস্তায় যাতে তাদের কোন রকমের অসুবিধা না হয় তার জন্য প্রশাসনিক আধিকারিকরা যাচ্ছেন তাদের সাথে বলে জানান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।