দেবু সিংহ,মালদা: ভারত-বাংলাদেশ সীমান্তে মানবিক বিএসএফ। সোমবার গভীর রাতে গর্ভবতী এক মহিলাকে সঠিক সময় হাসপাতালে পৌঁছে ওই মহিলার প্রাণ বাঁচালেন বিএসএফ জওয়ানরা।
মালদা জেলার মহদীপুর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে বারিবোনা গ্রামের বাসিন্দা মায়া মন্ডল (১৯)। স্বামী পঙ্কজ মণ্ডল পেশায় শ্রমিক।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে প্রসব যন্ত্রণা ওঠে মায়া মন্ডল এর। প্রত্যন্ত গ্রাম বারিবোনা এলাকা। সেখান থেকে হাসপাতালে পৌঁছানোর কোন উপায় না দেখে ওই মহিলার স্বামী বিএসএফের দ্বারস্থ হন। খবর পেয়ে মহদীপুর পোস্ট থেকে বিএসএফের ৭০ নং ব্যাটালিয়নের জাওয়ানরা একটি এম্বুলেন্স নিয়ে ওই মহিলার বাড়ির সামনে হাজির হন। গর্ভবতী মহিলাকে অ্যাম্বুলেন্সে নিয়ে গভীর রাতে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সঠিক সময় চিকিৎসা পেয়ে প্রাণে বাঁচলেন গর্ভবতী মহিলা।
অন্যদিকে ভোররাতে আরো এক মহিলার প্রসব যন্ত্রণা উঠলে তাকেও মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে মানবিক রূপ দেখান বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে নাফিসা খাতুন (২৩)। বাড়ি গোলাপগঞ্জ ফাঁড়ির অন্তর্গত মিলিক সুলতানপুর এলাকায়। ভোর রাতে তারও প্রসব যন্ত্রণা উঠলে সীমান্ত এলাকায় কোনো যানবাহন না পেয়ে হতাশায় ভুগছিলেন পরিবারের লোকেরা। খবর পেয়ে বিএসএফ এর ৭০ নং ব্যাটালিয়ানের জওয়ানরা তাদের অ্যাম্বুলেন্সে করে ভোররাতে ওই মহিলাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রানের বাঁচান।
একদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারা দিয়ে দেশমাতৃকার যেমন রক্ষা করছেন, অন্যদিকে দেশের মায়েরা যখন বিপদে পড়ছেন সন্তানের মত তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন বিএসএফ জওয়ানরা। বিএসএফের মানবিক রূপ দেখে কুর্নিশ জানিয়েছেন গ্রামবাসীরা।