অশোকনগর: বানীপুর জনতা হলে হয়ে গেল চতুর্থ তম বর্ষ কথামালা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।শিশু শিল্পীরা তাদের নিজস্ব কন্ঠে আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানকে সার্থক করে তুলল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী বাসুদেব নন্দী। অনান্য সাংস্কৃতিক সংস্থা সংগঠনের উদ্বোধন এর নিয়ম থেকে বাইরে বেরিয়ে কথামালা দায়িত্বে থাকা ইলা দেবনাথ আবৃত্তি দিয়ে অনুষ্ঠান সূচনা করেন। উদ্বোধন হয় গুরু পূজা দিয়ে।ইলা দেবনাথ অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে বলেন আবৃত্তি প্রতিটি মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত।কারন তাতে সঠিক উচ্চারণ এবং ব্যক্তিত্ব তৈরী হয়।তবে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সকলের সহযোগিতার জন্য সফল করতে পারলাম।