সোশ্যাল বার্তা : করোনা ভাইরাসে আক্রমণে সারা বিশ্ব আজ টালমাটাল । বিশ্ব জুড়ে কত মানুষ যে কর্মহীন তার অন্ত । ভালো নেই গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষ, চাষী,ব্যবসায়ী ও সাধারণ মানুষ । ফুল চাষীদের অবস্থাও বতর্মানে দুর্বিষহ ।
লক ডাউনের ধাক্কা পড়েছে নদীয়া জেলার রানাঘাট ১নং ব্লকের খিসমা গ্রামপঞ্চায়েতের ব্যাসপুরের ফুল চাষীদের উপরে। বিঘের উপর বিঘে জমিতে চাষ করেছিলেন রজনীগন্ধা ফুলের কিন্তু বতর্মানে তাদের মাথায় হাত । লক ডাউন উঠে গেলেও চালু হয়নি লোকাল ট্রেন । ফল স্বরূপ ফুল উঠলেও তা যাচ্ছে না বাইরে । এই অবস্থায় অসহায় বোধ করছেন এই ফুল চাষের সঙ্গে যুক্ত জমির চাষিরা।
এলাকার একজন চাষী আক্ষেপ করে বলেন সরকার তাদের দিকে নজর দিলে বিশেষভাবে তারা উপকৃত হতেন । ফুলের চাষ করতে গিয়ে তারা এতটাই ক্ষতিগ্রস্থ যে বর্তমানে অনেকেই ফুল চাষ ভেঙে দিচ্ছেন। গ্রাম থেকে যদি কেউ ফুল কিনে নিয়ে যেতেন তাহলে তাদের উপকার হত ।