মলয় দে নদীয়া :- জেলা বিভিন্ন স্থানে এবং জেলা পেরিয়ে খবর পৌঁছেছিলো নদীয়ার শান্তিপুরে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত হতে চলেছে ম্যারাথন দৌড়। সেই মতন অনেকেই গতকাল রাতেই পৌঁছেছিলেন শান্তিপুরে,মঙ্গলবার সকালেও অনেকে! আজ সকালে শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস ভবনে স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শান্তিপুর ডাকঘর মোড় নেতাজির পাদদেশ থেকে শুরু হয়ে, পুরো প্রশেসান রোড প্রায় 5 কিলোমিটার দৌড়ালেন প্রায় দেড়শ যুবক-যুবতী। পুরুষদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজন এবং মহিলাদের মধ্যে থেকেও স্থান অধিকারিণীদের নগদ অর্থ রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অরবিন্দ মৈত্র জানান আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ” সন্ধ্যায় স্বামীজি বিষয়ক আলোচনা এবং সংগীতানুষ্ঠানের আয়োজন করেছি।”
বিভিন্ন জেলা থেকে প্রতিযোগী প্রতিযোগিনীরা খুশি ধরনের আয়োজনে। বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসন এবং সাংবাদিকদের সক্রিয় সহযোগিতায় আজকের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক বলেই মনে করেন শহর তৃণমূল কংগ্রেস কমিটি। শান্তিপুরের বিভিন্ন খেলাধুলা করা ক্লাব জানানএ ধরনের আয়োজন সচরাচর হয় না শান্তিপুরে! তাই বেশিরভাগ সময়ই জেলার বাইরে যেতে হয় আমাদের। আজ শান্তিপুরে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যের এইধরনের আয়োজনে খুশি আমরা।