বানীপুর জনতা হলে কথামালা’র বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

অশোকনগর: বানীপুর জনতা হলে হয়ে গেল চতুর্থ তম বর্ষ কথামালা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।শিশু শিল্পীরা তাদের নিজস্ব কন্ঠে আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানকে সার্থক করে তুলল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী বাসুদেব নন্দী। অনান্য সাংস্কৃতিক সংস্থা সংগঠনের উদ্বোধন এর নিয়ম থেকে বাইরে বেরিয়ে কথামালা দায়িত্বে থাকা ইলা দেবনাথ আবৃত্তি দিয়ে অনুষ্ঠান সূচনা করেন। উদ্বোধন হয় গুরু […]

Continue Reading

নদীয়া জেলার করিমপুরে আইটিআই গভমেন্ট কলেজে চলছে দুদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা

মলয় দে নদীয়া:- করিমপুর আইটিআই কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। নদীয়া জেলার করিমপুরে আইটিআই গভমেন্ট কলেজে চলছে দুদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা। আইটিআই কলেজের প্রিন্সিপাল চৈতালি কোলে জানিয়েছেন যে কলেজের পক্ষ থেকে তারা এই ধরনের অনুষ্ঠান এই প্রথম শুরু করল এবং তারা এই বিষয়ে সুদূরপ্রসারী ভাবনা রাখবে আগামী দিনগুলির জন্য। মানুষের মাঝে সংস্কৃতির প্রচার এবং প্রসারের জন্যই এ […]

Continue Reading