মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের আগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক পরীক্ষার্থীর

Social

মলয় দে নদীয়া :-নদীয়ার হরিণঘাটার নগরউখরায় এক মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের আগেই গলায় ফাঁস লাগিয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করে বসল।ওই পরীক্ষার্থীর নাম মৌমিতা ভৌমিক।বয়স ১৬ বছর।হরিণঘাটার বড়জাগুলির রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের ছাত্রী মৌমিতার এবার মাধ্যমিকের সিট পড়েছিল আনন্দপুর গার্লস হাইস্কুলে।এবার মাধ্যমিকের প্রস্তুতি ভালোই নিয়েছিল মৌমিতা।

তার পরিবার সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা দেওয়ার জন্য বুধবার মৌমিতা তার বাবার কাছে পেন কিনে আসতে কিনে নিয়ে আসতে বলেছিল।তার বাবা পেন কিনে নিয়ে এসেছিলেন।এরপর রাতে যথারীতি সকলে ঘুমিয়ে পড়েন।কিন্তু বৃহস্পতিবার সকালে মৌমিতার মা ঘুম থেকে উঠে মেয়েকে বারবার ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে মেয়েকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। মৌমিতাকে তড়িঘড়ি হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও কি কারণে মৌমিতা আত্মহত্যা করল তা কিছুই বুঝে উঠতে পারছেন না তার বাড়ির লোকজন। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে।

Leave a Reply