নিউজ সোশ্যাল বার্তা: সারা দেশ জুড়ে চলেছে লক ডাউন । দিন কালা দিন খাওয়া মানুষ সমস্যার মধ্যে আছে বুঝতে ভুল হয়নি নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম গেদের ৯৮ বছরের বৃদ্ধা হারানী বিশ্বাসের ।
উল্লেখ্য সিপিআইএম এর পক্ষ থেকে প্রান্তিক মানুষের জন্য ত্রাণ সংগ্রহে নেমে পড়ে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটি। কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটি অসহায় দু:স্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই খবর পাওয়া মাত্রই বৃদ্ধা তার ছেলে ও নাতি ‘র মাধ্যমে পার্টির কর্মীদের খবর পাঠায় যে তিনি কিছু সাহায্য করতে চান।
আজ সিপিআইএম পার্টির কর্মীরা তার বাড়ি উপস্থিত হলে ওই ৯৮ বছর বয়সী বৃদ্ধা হারানী বিশ্বাস তার জমানো ৪০৭৫/- টাকা এরিয়া কমিটির সম্পাদক সুপ্রভাত দাশ এবং প্রদীপ মিত্র মহাশয়ের হাতে তুলে দেন।
বৃদ্ধা হারানী বিশ্বাস বলেন “কত মানুষের আজ অনাহারে দিন কাটছে । শুনছি হাসপাতালে ডাক্তারবাবু, দিদিমণিরা কত কষ্ট করছে রোগ সারিয়ে তোলার জন্য । তাই যা জমানো ছিল দিলাম । সবার মুখে হাসি ফুটুক “।