মলয় দে নদীয়া :- নদিয়া চাপড়ার ব্রহ্মনগরে ৮২ নম্বর বর্ডার পোস্ট ব্ বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে একটি খুব উত্তেজনাপূর্ণ ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় । টানটান উত্তেজনার মধ্য দিয়ে সীমান্ত লোগো এক হাজারেরও বেশি মানুষ এই খেলা প্রত্যক্ষ করে। দুদেশের মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় করতে এই খেলার আয়োজন ।
উপস্থিত ছিলেন ডাঃ অতুল ফুলঝালে, আইপিএস, ইন্সপেক্টর জেনারেল, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ এবং বিএসএফের পক্ষ থেকে এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের, ইমারথ হোসেন পিবিজিএম, ডেপুটি ডিরেক্টর জেনারেল, সেক্টর কমান্ডার। আজ সকাল ১১টায় শুরু হওয়ার আগে ওই ম্যাচে আগে টসে জিতে বর্ডার গার্ড বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মধ্যে, দলের সাত অফিসার সহ 38 জন সদস্য উপস্থিত ছিলেন। বিএসএফ থেকে, আঞ্চলিক সদর দফতর কৃষ্ণনগরের অধীনে জওয়ান , অফিসার সহ মোট 300 জন কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণনগর, হৃদয়পুর এবং আশেপাশের গ্রামের প্রায় ১০০০ জন নাগরিক ম্যাচের রোমান্স উপভোগ করতে উপস্থিত ছিলেন।
ম্যাচ শেষে ডাঃ অতুল ফুলঝালে, আইজি সকল খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং অফ ম্যাচ, সেরা বোলার ও সেরা ব্যাটসম্যানকে ট্রফি প্রদান করেন।