নদীয়ার কল্যাণী পৌরসভার উদ্যোগে শুরু হলো  পরিবারের সহায়িকাদের ভ্যাকসিনেশন

Social

মলয় দে, নদীয়া :- রোগী আপন হতে পারে রোগ নয়! ইচ্ছা না থাকলেও, অনেক সহৃদয় সম্পন্ন মানবিক মালিক দীর্ঘদিনের পরিচায়িকাকে কাজে আসতে বারণ করেছিলেন করোনার প্রাদুর্ভাবে। আর এই ভাবেই কর্মহীন পরে হয়ে পড়েন, পরিচায়িকার কাজ করা হাজার হাজার মা-বোনেরা! বেশিরভাগ ক্ষেত্রেই তারা একসাথে পরপর অনেক বাড়িতেই কাজ করে থাকেন, স্বভাবতই সুপারস্প্রেডার হিসেবে তাদের এবং যে বাড়িতে কাজ করতে যাচ্ছেন সেই পরিবারের সংক্রমণের সম্ভাবনা থাকে প্রবল। ঠিক এরকম পরিস্থিতিতে হকার, যৌনকর্মী, পরিবহন শ্রমিক, সহ বিভিন্ন স্তরে অত্যন্ত বিচক্ষণতার সাথে যখন টিকা করন শুরু হয়েছে। তখনই কল্যাণী পৌরসভার পক্ষ থেকে জেলা শাসকের কাছে এ ধরনের একটি প্রস্তাব রাখা হয়।

সেই প্রস্তাব মান্যতা দিয়ে, কল্যাণী এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২০০০ পরিচারিকাকে টিকাকরণের সিদ্ধান্ত নেন জেলা স্বাস্থ্য দপ্তর। সেই মতই গতকাল কল্যাণী পৌরসভায় ২৪০ জন প্রতিষেধক টিকা গ্রহণ করে। অত্যধিক খুশীর সাথে পরিচায়িকারা জানান, রোগের কারণে আগামীতে কেউ আর তাদের কাজে ব্যাঘাত ঘটাতে পারবে না। বহুদিন বাদে আবার, পরিবারে দু’মুঠো অন্ন জোগাড় করতে পারবেন তারা। তবে পরিচায়িকাদের জন্য, এ ধরনের উদ্যোগ জেলার মধ্যে কল্যাণীতে এই প্রথম।

Leave a Reply