বয়স ছয় ! ছোট বেলা থেকেই শ্বাসকষ্টের সমস্যা নিয়েই জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে সাফল্য

Social

বয়স ছয়,ছোট বেলা থেকেই শ্বাসকষ্টের সমস্যা।এমনকী চোখের ও সমস্যার কারনে চশমা পড়তে হয়।এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ গ্রহন করে প্রথম শ্রেনীর ছাত্র রেহান ঘোষ এর যোগাশন করা।জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে সাফল্য ধরা দিতেই পিতা রনদেব ঘোষ এবং মাতা পূজা ঘোষ এর পাশাপাশি অশোক নগরে সকল মানুষ গর্বিত।

পিতা ছোট্ট একটা ব্যবসা করেন,আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। ছোটবেলা থেকেই শ্বাসকষ্টের কারণে লেবুলাইজার দিতে হয় ছোট্ট রেহানের।অশোকনগর ৫ নম্বর তরুন পল্লী এলাকায় রনদেব ঘোষ এর একমাত্র ছেলে। প্রথমে ব্লক,তারপর মহাকুমা, তারপর জেলা স্তরে পদক পাবার পর তার রাজ্য স্তরে খেলার অংশগ্রহণের সুযোগ পায়। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পিছনে ফেলে, শারিরীক সমস্যার তুচ্ছ করে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়।রোহন এর পিতা ছেলের এই সাফল্য ধরে রাখতে আগামী দিনে প্রসাশন এর সহযোগিতা চেয়েছেন।তার এই সাফল্যে পারিবারিক বন্ধু সঞ্জীব সিকদার আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বলেন ছোট্ট রেহান এর সাফল্যে ওর আগামী দিনে আরো সাফল্য কামনা করি।সেইসাথে শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও এই সাফল্য অন্য শিশুদের কাছে দৃষ্টান্ত স্থাপন করল।

Leave a Reply