সমীর দাস, নদিয়া: নদিয়ার চাকদহের শিক্ষক দেবব্রত চ্যাটার্জি তাঁর ছাত্রদের জ্ঞানের আলো মেলে দেওয়ার জন্য প্রতিবছরের ন্যায়, এই বছরও কলকাতা বইমেলা থেকে ২,৬৫,০০০ টাকার বিভিন্ন রকম বই ক্রয় করেছেন। জেলা তথা কলকাতা বইমেলার থেকে বই কেনা তার নেশায় পরিণত হয়েছে। এই বছর কলকাতা বইমেলায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং বইমেলা কমিটির বিভিন্ন সদস্যরা সাহিত্যিকরা দেবব্রত বাবুর হাতে পুরস্কার প্রদান করেছেন।
দেবব্রত বাবুর বাড়ি এখন পাঠাগারে পরিণত হয়েছে। ফলে খুশি প্রাক্তন ছাত্ররা ও। শিক্ষক মশাই সকলকে বিভিন্ন বই মেলা থেকে বই কেনার জন্য আহ্বান জানান।