নিউজ সোশ্যাল বার্তা : যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে ফিট ইন্ডিয়া মিশন ২০২০ সালের ১৮ই জানুয়ারীতে ফিটনেস-এর বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার দিতে ফিট ইন্ডিয়া সাইকেল দিবসটি পালন করার পরিকল্পনা গ্রহন করেছে।
গতকাল ফিট ইন্ডিয়া সাইকেল দিবসটি ভারত জুড়ে স্কুল, কলেজ, স্বেচ্ছাসেবী সংস্থা, এনজিও’র বিশেষ আগ্রহী গোষ্ঠী দ্বারা অনুষ্ঠিত হল।
আর এই কর্মসূচিকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের এন. এস. এস ইউনিটও যথেষ্ট উৎসাহের সঙ্গে পালন করল এই দিনটিকে। সহকারী শিক্ষক মাননীয় অভিজিৎ ব্যানার্জীর নেতৃত্বে সুব্রত সাহা, পিয়াঙ্কা রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং মোট ৫৩টি সাইকেল নিয়ে ছাত্র-ছাত্রীরা নওপুকুরিয়া ও কাপাসডাঙ্গা গ্রামে সাইকেল নিয়ে ”ফিট ইন্ডিয়া”- র বার্তা প্রেরণ করে।
এই বিষয়ে এন এস এস বিভাগের প্রোগ্রাম অফিসার শ্রী অমিত কুমার মণ্ডল বলেন শারীরিকভাবে সুস্থ না থাকলে আমরা কোনো কাজে সফলতা পাব না। তাই ছাত্র-ছাত্রীদের মধ্যে ও সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই কর্মসূচি ।”