সোহিনী জন্মদিনে আবাসিকদের দুপুরে মধ্যাহ্ন ভোজ ও নতুন পোশাক বিতরণ

Social

সোশ্যাল বার্তা: দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মানবিক মুখ,অশোকনগর বানীপীঠ বালিকা বিদ্যালয়ের পাঠরতা ছাত্রী সোহিনী দে এর।মা অনিতা ভদ্র,তিনি একজন নৃত্য শিল্পী।বাবা এবং মায়ের অনুরোধে সে জন্মদিন পালন করে অশোকনগর রবীন্দ্র নিকেতন ভবনে।সেখানে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষদের বাস।যাদের দেখভালের কেউ নেই তাদের জন্য এই আবাসন।সেখানেই সোহিনী তার বান্ধবী,মা এবং অশোকনগর বৈশাখী সাংস্কৃতিক সংস্থার সদস্যের সাথে নিয়ে আবাসনের দায়িত্ব থাকা কর্মীদের উপস্থিতে কেক কেটে জন্মদিন পালন করেন।

এই জন্মদিন উপলক্ষ্যে সোহিনী আবাসিকদের দুপুরে মধ্যাহ্ন ভোজ করান।সেইসাথে পুজো মুখে তাদের সকলকে নতুন পোষাক ও তুলে দেন।আজকের এই জন্মদিন প্রসঙ্গে বলতে গিয়ে সোহিনী ভীষণ খুশি বলে জানিয়েছেন।বলতে বলতে চোখে জল চলে আসে। সেইসাথে ভবনে থাকা আবাসিকদের আজকের এই অনুষ্ঠানে মনে এবং জীবনে খুশির আমেজ ধরা পড়ে।

Leave a Reply