নদীয়ায় চোরাকারবারিদের কাছ থেকে একশটিরও বেশি কচ্ছপ উদ্ধার

Social

মলয় দে নদীয়া :- বেআইনি পথে বাংলাদেশ থেকে কচ্ছপ ঢুকছে হরিণঘাটায়। আর সেখান থেকেই চোরাপথে চলে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে। গোপন সূত্রে খবর পেয়ে নদীয়ার হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক এর নেতৃত্বে এক প্রতিনিধি দল হরিণঘাটা ব্লকের কাশ্যডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কলতলা পাড়া এলাকায় হানা দেন। এই এলাকায় একাধিক বাড়িতে বেআইনি বিভিন্ন ব্যবসার অভিযোগ ওঠে। কচ্ছপ, গাঁজা থেকে শুরু করে বিভিন্ন চোরাচালানকারী ব্যবসার সঙ্গে যুক্ত এই এলাকার একাধিক পরিবার। যদিও এই অঞ্চলের দুটি বাড়িতে হানা দিয়ে হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক এর নেতৃত্বে ১১বস্তা বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়। রয়েছে নগরউখড়া পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসন।

শুরু হয় উদ্ধার হওয়া কচ্ছপ গোনা এবং মাপা। ছোট-বড় মিলিয়ে একশটি কচ্ছপ রয়েছে। যার ওজন প্রায় এক কুইন্টাল কুড়ি কেজি। গ্রেফতার করা হয় জগদীশ বিশ্বাস নামে কচ্ছপ চোরাচালানকারীকে।

তবে ওই অঞ্চলে এরকম আরো অসামাজিক ব্যবসা চলছে বলে জানিয়েছেন হরিণঘাটা ব্লক উন্নয়ন আধিকারিক অনিবারের মজুমদার। এরকম অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে পুলিশের সহযোগিতায় ও হরিণঘাটা ব্লক প্রশাসনের সহযোগিতায় এই কচ্ছপ উদ্ধার করে বাজেয়াপ্ত করল বনদপ্তর রানাঘাট রেঞ্জ।

Leave a Reply