ভাগচাষীর মাথায় হাত ! দুষ্কৃতীদের লাগানো আগুনে এক বিঘে সরষের জমি পুড়ে ছাই

Social

মলয় দে নদীয়া:- গতকাল বিকালে এক বিঘে জমির সরষে কেটে স্তুপ করে রাখা ছিলো জমিতেই, আজ হলার গাড়ি মাঠে এসে তা, ছাড়াই বাছাই করার কথা ছিলো। কিন্তু তার আগেই আনুমানিক মধ্যরাতে দুষ্কৃতীদের লাগানো আগুনে পুড়ে ছাই।

দুর্ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের গন্ধ খোলা গ্রামে। বিধবা মমতা দাস স্বামীর মৃত্যুর পর তার ছেলেকে নিয়ে আত্মীয় অক্ষয় দাসের জমি ভাগ চাষ করে সংসার খরচ যোগাড় বহু কষ্টে।

তিনি বলেন , আজ সকালে সাড়ে আটটা নাগাদ , হলার গাড়ি আসার আগে মাঠে গিয়ে, দূর থেকে লক্ষ্য করেন সরষে গাছগুলি দেখা যাচ্ছে না। কাছে গিয়ে দেখেন স্তুপাকৃতি করে রাখা সর্ষের গাদা পুরোটাই ছাই হয়ে গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে, মানসিক যন্ত্রণায় তিনিও অসুস্থ হয়ে পড়েন। আমাদের জানান, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন, নির্দিষ্ট করে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা বুঝতে পারছেন না তিনি নিজেও । প্রতিবেশীরাও যথেষ্ট মর্মাহত, বলেন এ ধরনের ঘটনা অতীতে কোনদিন ঘটেনি এই গ্রামে। স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে ওই মহিলার জন্য শস্য বীমা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার আবেদন জানিয়েছেন ।

Leave a Reply