মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর শহরের ন নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার আয়ুব শেখের বাড়িতে, গতকাল দুপুরে হঠাৎই একটি বাজপাখি উঠানে পড়ে অসুস্থ হয়ে। অন্যান্য পাখিরা তাকে আক্রমণ করা থেকে বাঁচিয়ে প্রাথমিকভাবে, কিছুটা চিকিৎসা করে তাকে খাবার দেন ওই পরিবারের সদস্যরা। এরপর বনদপ্তর এর হাতে তুলে দেওয়ার জন্য স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাসের কাছে বিষয়টি জানান। আজ সকালে, বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা পাখিটিকে তাদের কাছ থেকে নিয়ে বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে তুলে দেন।
তিনি জানান, মোবাইল রেডিয়েশন অথবা সদ্যগরম পড়ার কারণে পাখিটি হয়তো অসুস্থ হয়ে পড়ে। পাখিটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সুস্থ করে তুলে তাকে তার উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে।
পরিবারের পক্ষ থেকে সুজাতা বিবি বলেন, তাদের বাড়িতে যেহেতু অন্যান্য গৃহপালিত পশু পাখি আছে তাই, অত্যান্ত যত্নেই ছিলো। বাড়িতে ওকে রাখার উপযুক্ত পরিবেশ নেই তার সাথে আইনের অধিকার নেই তাই বনদপ্তর হাতে তুলে দেওয়া।
আইয়ুব শেখ বলেন, পরিবারের সকল সদস্যদের মন খারাপ হয়ে গেলেও,সে তার উপযুক্ত সঙ্গীদের খুঁজে পাবে, এটা ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে।