মাছ ধরতে গিয়ে জালে উঠলো বিরল প্রজাতির কচ্ছপ ! বন দপ্তরের হাতে তুলে দিল জেলে

Social

মলয় দে নদীয়া :- গতকাল চাকদা ঘুগিয়া হেরের খাল কাঠের ব্রিজের তলা থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা রানা রাজবংশী। বন দপ্তরে ফোন করে জানায় কচ্ছপ উদ্ধারের কথা। খবর পেয়ে আজ দুপুরে ওই কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরের কর্মীরা। পাশাপাশি গ্রামের মানুষ সহ রানা রাজবংশীকে ধন্যবাদ জ্ঞাপন করে বনদপ্তরের কর্মীরা।

সাধারণত কচ্ছপ পেলে বিভিন্ন সময় মানুষ সেটাকে কেটে খেয়ে ফেলে , কিন্তু রানা রাজবংশী সেটা না করে বনদপ্তরের হাতে তুলে দিয়ে খুব ভালো কাজ করেছেন এমনই প্রশংসা করতে শোনা যায় বনদপ্তরের কর্মীদের মুখে।

Leave a Reply