নদীয়া থেকে অদ্ভুত এক জন্তুর মাংস উদ্ধার করে ফরেনসিক পরীক্ষায় পাঠালো বনদপ্তর

Social

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর পশ্চিম পাড়া রাধাগোবিন্দ মন্দিরের সামনে গোপাল দুর্লভের বাড়িতে আজ সকালে অদ্ভুত ধরনের প্রাণীর মাংস কাটা হচ্ছিল রেঁধে খাবার উদ্দেশ্যে। এমনকি কাটার সময় বেশকিছু ছবি ভিডিও বনদপ্তরে পাঠানো হয়।

গোপন সূত্রে সেই খবর পেয়ে, আসার পর ওই পরিবারের বেশিরভাগ সদস্যকেই পাওয়া যায়নি। তাদের কথা অনুযায়ী ফেলে দেওয়া পরিত্যক্ত স্থান থেকে বনদপ্তরের বেশ কিছু টুকরো মাংস সংগ্রহ করে, ফরেনসিক পরীক্ষায় পাঠান।

ওই বাড়ির এক সদস্যা সুভাষিনী শিকদার এবং গোপাল দুর্লভ জানান, পুকুরের ধারে এক ধরনের বড় ইঁদুর থাকে, এক একটি প্রায় দু কেজি করে ওজন ৪০০ টাকা দিয়ে ঐ দুটি কেনা হয়েছে। যদিও এলাকা সূত্রে জানা যায় এ ধরনের অদ্ভুত জীবজন্তু মাঝেমধ্যেই ওই পরিবারকে কেটে খেতে দেখা যায়।

যদিও ওই দুটি প্রাণীর মাথার খুলি এবং লেজের আকৃতি দেখে প্রাথমিকভাবে গন্ধগোকুল প্রজাতির জন্তু বলে মনে করছে । যা সংরক্ষণের আওতায় পড়ে, তবে পরীক্ষার আগে নিশ্চিতভাবে তা বলা যায় না। ঘটনাটার পরিপ্রেক্ষিতে এলাকায় যথেষ্ট চাঞ্চলের সৃষ্টি হয়।

Leave a Reply