সোশ্যাল বার্তা : নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার ১২নং ওয়ার্ডের সীমান্ত পল্লীতে কৃষ্ণনগর ঐকতান এর উদ্যোগে কচিকাঁচাদের জন্য অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানে ২১শে জুন মঙ্গলবার পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস ও সংগীত দিবস। এই কর্মসূচিতে কচিকাঁচাদের পাশাপাশি মায়েরাও অংশগ্রহণ করেন।
মোট তিনটি বিভাগে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা। একটি বিভাগ ছিল মহিলাদের জন্য। মোট ৬৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।অনুষ্ঠানে মোট ১৬ জনকে পুরস্কৃত করা হয়। তবে উপস্থিত সবার জন্য উপহার স্বরূপ ছিল কলম প্রদান।
ছোট ছোট বাচ্চারা সুন্দর ভাবে যোগাসন প্রতিযোগিতায় অংশ নেয়। সত্তরোর্ধ্বর একজন মহিলা যোগাসনের মাধ্যমে নজর কাড়েন। সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত গান ‘ধনধান্য পুষ্প ভরা’ গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
সংগঠনের সভাপতি অরিন্দম দেব জানান , ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে সেগুলো বাইরে বের করে আনার জন্যই এই কর্মসূচি। অনেক মায়েরা বিভিন্ন রোগে ভুগছিলেন। বর্তমানে তারা যোগাসনের মাধ্যমে ভালো আছেন। অনেকেই জীবনদায়ী ওষুধ খেতেন তাদের ওষুধের পরিমাণও এখন কম লাগছে।
যোগাসনে অংশগ্রহণ করা সত্তরোর্ধ্ব মহিলা জানান , শরীরে আগে বিভিন্ন রকম সমস্যা ছিল যোগাসন করার মাধ্যম দিয়ে এখন অনেক ভালো আছেন।