মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া পঞ্চায়েতের অন্তর্গত বাজারপাড়া এবং চরপানপাড়ায় মূলত সংক্রান্তির মেলা হলেও বহু প্রাচীন কাল থেকে এর স্থানীয় নাম শাখআলুর মেলা । এই মেলা দেখতে ভীড় করেন, স্থানীয় বিভিন্ন গ্রাম শহরের মানুষজন সহ নদী পেরিয়ে বর্ধমান এবং হুগলিরও বেশ কিছু মানুষজন।
মূলত ভাগীরথী তীরবর্তী বালুকাময় গঙ্গা অববাহিকায় এই শাঁখআলু চাষ, অত্যন্ত জনপ্রিয়। প্রত্যন্ত প্রান্তিক ভূমিহীন কৃষকরা এই জমি ব্যবহার করে, বছরে একবার সংসারের গুরুত্বপূর্ণ দরকারি প্রয়োজনের খরচ মেটান। সারা বছর অন্যের জমিতে কাজ করে যে সামান্য অর্থ রোজগার হয় তা দিয়ে কোন মতে সংসার চলে। তবে পৌষ সংক্রান্তির শেষে মাঘ মাসের প্রথম দিন তাদের মুখে ফোটে হাসি। শাখআলু, কুল পেয়ারা, একটু একটু করে নানান মৌসুমী ফল, মেলার বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে আসেন বহুদূর পর্যন্ত থেকে দোকানদারেরা। তবে কৃষকের শাখআলু উৎপাদন এবং মেলায় উপস্থাপন এখন অনেকটাই কম হয়ে গেছে, বেশিরভাগ ব্যবসায়ীদের ভীড় বেড়েছে।
সাথে পার্শ্ববর্তী আমবাগানে বনভোজনের হিড়িকও বেড়েছে যথেষ্ট। গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা ধারা, জানান বহুপ্রাচীন এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের আগমনের ফলে ওই এলাকা উৎসবে পরিণত হয়।