আজ ভোর নাগাদ মেছেদা রেল বীজের নীচে একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে।১৫টি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। আগুনের আটকে মৃত্যু হয় বাবা ও মেয়ের। আহত হয়েছে বেশ কয়েকজন।
ঘটনাস্থলে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ও তমলুক দমকল দপ্তর থেকে কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্তনের আনার চেষ্টা করেন। তবে আগুনে তীব্রতা এতটাই ছিল যে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভোর রাত তখন বেশিরভাগ সবাই ঘুমিয়ে আচ্ছন্ন ছিল।একটি বাড়ির মধ্যে আটকে পড়ে বাবা ও মেয়ে। আগুনের পুড়ে মৃত্যু হয় দুজনেই। দমকল মৃতদেহ উদ্ধার করেছে। আহতদের তমলুক মেডিকেল কলেজে চিকিৎসাধীন।