মলয় দে নদীয়া;-নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের ধুবুলিয়া বটতলা নারকেল বাগান এলাকার বুথ তৃণমূল কংগ্রেসের কর্মী সুজয় দাস পিতা কুশ দাস। অত্যন্ত জনপ্রিয় সকলের কাছে।
স্থানীয় বিধায়ক উজ্জ্বল বিশ্বাস স্নেহ করতেন তার দলীয় কাজকর্মে। ৩০ বছর বয়স্ক সুজয় একটি ফ্রিজ, বৈদ্যুতিক সংযুক্তিকরণ এর কাজ করার সময় হঠাৎই তড়িৎআহত হন। কাল বিলম্ব না করে শক্তিনগর হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
পোস্টমর্টেমের জন্য গতকাল নিথর দেহ ফেরে ধুবুলিয়া গ্রামে। বিভিন্ন কাজে ব্যস্ত মন্ত্রী সব কাজ ফেলে, সারাদিন পরিবারের পাশে, এমনকি নবদ্বীপ মহাশ্মশানে যাওয়া , সৎকার হওয়া পর্যন্ত সমস্ত কাজ করেন সকলের সাথে সাধারণ মানুষের মাঝে। গৃহহীন এই কর্মীর সরকারি ঘর প্রকল্পে বিধায়কের সহযোগিতায় পূর্বেই মিলেছিল আশ্রয়।