উত্তরবঙ্গের গ্রাম্য মেয়েদের জন্য সাহায্য নিয়ে সর্বদা প্রস্তুত এক দম্পতি

Social

রায়গঞ্জঃ নারীশিক্ষা থেকে স্যানিটারি ন্যাপকিন বিলি, কখনও বা খাবার থেকে বাল্য বিবাহ রুখতে নিরলস কাজ করে চলেছেন উত্তরবঙ্গের এক দম্পতি। একজন গ্রাম উন্নয়ন বিষয়ের গবেষক, অন্যজন সমাজসেবী।

করোনা সংক্রমনের জেরে এই সংকটের মুহূর্তে উত্তরবঙ্গের একাধিক আদিবাসী মহল্লার মানুষদের কাছে কখনো তিনি সান্তাক্লজ আবার কখনোবা নিতান্তই সমাজের একজন মানবিক মুখ হিসেবে পৌঁছে যাচ্ছেন এই দম্পতি। এমনকি কোনও দুস্থ মানুষরা তাদের প্রয়োজনের কথা যে কোন মাধ্যমে জানালেই তিনি ও তাঁর স্ত্রী গাড়ি ছুটিয়ে সে সমস্ত উপকরণ নিয়ে পৌঁছে যান সেখানে। এই দম্পতি হলেন অনির্বাণ নন্দী এবং তার স্ত্রী পৌলোমী চাকী নন্দী। কর্মসূত্রে গবেষণার কাজ নিয়ে থাকেন দক্ষিণবঙ্গে। আই আই টি খরগপুরের গ্রাম উন্নয়নের গবেষক।

লকডাউনের কারনে তিনি শিলিগুড়ির শিব মন্দির সংলগ্ন এলাকায় বাড়িতে ফিরে এসেছেন। তবে ফিরে এসেও সপ্তাহে প্রায় দিনই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার গ্রামে ছুটে বেড়াচ্ছেন দুজনে। তাঁদের গাড়ি একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি কিংবা স্যানিটারি প্যাড ব্যাংক।

বেশ কয়েক বছর ধরে চলছে তাঁদের এই সামাজিক অভিযান। “লিভ লাইফ হ্যাপিলি” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৈরী করে গ্রামের মেয়েদের পিরিয়ড চলাকলীন স্যানিটারি প্যাডের প্রয়োজন মেটানো থেকে ছাত্রীদের খাতা কলম বিতরন করেন তাঁরা। এই দম্পতি জানিয়েছেন, “আজ তিন বছর ধরে আমরা ১৬টা চা বাগান, ৩০ টি গ্রামে দশ হাজার মেয়েদের প্যাড দেওয়ার কাজ করেছি। ফলে মেয়েদের স্কুল ছাড়ার হারে হ্রাস লক্ষ্য করা গিয়েছে”।

Leave a Reply